হাদিসের দর্পনে জীবনের আয়না
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব বিষয়ে রয়েছে তার দিকনির্দেশনা। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন; ফেরেশতা হিসেবে নয়। আর মানুষের দ্বারা ভুল-ভ্রান্তি হবে এটাই স্বাভাবিক। এজন্য মনের অজান্তেই জীবন চলার পথে বিভিন্ন ভুল-ভ্রান্তিতে আমরা নিপতিত হয়ে যাই। বিশেষ করে, ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে।
আমাদের যাপিত জীবনে এই ভুলগুলো যখন আমাদের কাছে পরিলক্ষিত হয়, ঠিক তখনই এই ভুলগুলো থেকে বের হয়ে আসার পথ খুঁজি। তা সমাধান করার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে আমাদের যাপিত জীবনে আমাদের দ্বারা এমন কিছু ভুল সংঘটিত হয়, যার ব্যাপারে আমরা পুরোই অজ্ঞাত। যে ভুলগুলো আমাদের অলক্ষ্যেই সংঘটিত হয়। তখনই পড়ে যাই বিপাকে! আমাদের ভুলগুলোই চিহ্নিত করতে পারি না; সমাধান তো দূরের কথা। এখন কথা হচ্ছে, আগে আমাদের যাপিত জীবনের ভুলগুলো চিহ্নিত করতে হবে। তারপর এর সমাধান খোঁজার ব্যবস্থা করতে হবে। ওই ভুলগুলো কী এবং এর সমাধান কী? তা আমাদের জানা অত্যাবশ্যকীয়।
আলহামদুলিল্লাহ! বিভিন্ন আলেম দ্বারা উপস্থাপিত আমাদের যাপিত জীবনের নিত্যকার ভুলগুলো চিহ্নিত করে ইসলামের আলোকে তার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। গদ্য এবং আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই বিষয়গুলো। তাদের লেখাগুলো একদিক থেকে যেমন গদ্য ও সাহিত্যের বার্তা দিচ্ছে; অন্য দিক থেকে নিত্যকার ভুলের সমাধানের পথ উন্মোচন করে দিচ্ছে। আমাদের যাপিত জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আদর্শের সেতুবন্ধ করার তৈরি করেছেন এই আলেমগণ। করণীয় ও বর্জনীয় দিকগুলোকে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করেছেন সুন্নতে নববীর জীবনের আভায়।
তাদের প্রচেষ্টাগুলো কেন করা হলো, এক নজরে বলতে গেলেঃ
- এমন এমন ভুল ― যা আমাদের অলক্ষ্যেই আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে। যে― ভুলগুলো আমাদের জীবন চলার পথে , সামাজিক অঙ্গনে, পারিবারিক অঙ্গনে ও ধর্মীয় জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যে ভুলগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
- যে ভুলগুলো সভ্য সমাজে আপনাকে আমাকে অসভ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে পারে। যে― যে ভুলগুলো প্রতিনিয়ত আমাদেরকে বিপদে নিপতিত করতে পারে। যে ভুলগুলো শয়তান আমাদের ক্ষতি সাধনের লক্ষ্যে তার উত্তম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। যে ভুলগুলো হতে পারে, ইহকাল পরকাল ― উভয় জগতে সফলতা অর্জনে বড় ধরনের প্রতিবন্ধকতা।
- সমাজের ছোট-বড়, আবাল-বৃদ্ধ, সবাই এই অজ্ঞাত ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, সবাই ধীরে ধীরে ধ্বংসের দিকে পাড়ি জমাচ্ছে, মনের অজান্তেই নিজের জন্য বিপদ ডেকে আনছে ― আমাদের সেই ভুলগুলো হতে বের হয়ে আসা উচিৎ।
আর এ সকল কারণেই, ভুলত্রুটি থেকে বের হয়ে আসার সমাধানের জন্য প্রত্যেকটি সমাধান শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী দেয়া হয়েছে। আমরা প্রার্থনা করতে পারি, আল্লাহ পাক তাদের এই দ্বীনী খেদমতকে কবুল করুন এবং সেই সাথে আমাদের এই সকল বিষয়ের উপর সঠিক বুঝ এবং আমল করার তাওফিক দান করুন (আমিন) ।
[ বিশেষ দ্রষ্টব্যঃ কথা গুলো লেখকদের থেকে নেওয়া এবং সামান্য পরিমার্জন ও পরবর্ধিত করে তা এখানে সংযোজন হয়েছে। ]

2 thoughts on “হাদিসের দর্পনে জীবনের আয়না”
If you’re a fan of gà đòn c1, this site is for you. The best place on the internet for this kind of content. Check it out now at gà đòn c1.
Alright everyone, anyone tried out plataforma592bet? I’m curious what the vibe is over there, lemme know if you’ve got any experience! plataforma592bet