কল্যাণকর ইলম শিক্ষা দেওয়া।
#গুনাহ_মাফের_আমল (২)বিষয়ঃ কল্যাণকর ইলম শিক্ষা দেওয়া।নবী ও রাসূল হিসেবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়টি মৌলিক দায়িত্ব ছিল, সেসবের মধ্যে অন্যতম- মানুষকে কুরআনের শিক্ষা প্রদান করা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যখন কেউ তাঁর দায়িত্ব আঞ্জাম দেবে, সে তো শ্রেষ্ঠ হবেই। অন্য কথায়, যিনি প্রথমে কুরআনের শিক্ষার্থী হয়েছেন, এরপর কুরআনের শিক্ষক হয়েছেন, তিনি …