কুরআন ও সহিহ হাদিসের আলোকে
নিষিদ্ধ কর্মকান্ড
মুসলিম সমাজে ধর্মীয় জ্ঞান শূন্যতার দরুন অনেক ধরণের হঠকারিতাই বিরাজমান। তন্মধ্যে লঘু পাপকে গুরু মনে করা এবং গুরু পাপকে লঘু মনে করা অন্যতম। অনেকে এমন রয়েছেন যে, যে কাজ পাপের নয় সে কাজকে মহাপাপ বলে গণ্য করেন, অন্যদিকে মহাপাপকে কিছুই জ্ঞান করেন না। ঠিক এরই বিপরীতে কেউ সামান্য সওয়াবের কাজকে ফরযের চাইতেও বেশী মূল্য দিয়ে থাকেন, অথচ অন্যদিকে ফরযের কোনো ধার ধারেন না।
কিছু নিষিদ্ধ কাজ রয়েছে, যা কুরআন ও সহীহ হাদীসে নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছে ঠিকই, অথচ হারাম ও কবীরা গুনাহ হওয়ার ব্যাপারটি সুস্পষ্ট নয়। তা হারামও হতে পারে কিংবা মাকরূহ। তবে একজন মুমিনের কর্তব্য হবে এই যে, সে আল্লাহর আযাবের ভয়ে এমন সকল কর্মকান্ড পরিহার করবে যা আল্লাহ ও রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষিদ্ধ করেছেন। চাই তা হারাম হোক, অথবা মাকরূহ।
কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত এমন নিষিদ্ধ কর্মকান্ডের বর্ণনা নিয়েই আমাদের এই বিভাগের আয়োজন। কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত এমন ৩০০ এর অধিক নিষিদ্ধ কর্ম উল্লেখ করা হয়েছে, যা থেকে বেঁচে থাকা একজন মুত্তাকী বান্দাহর কর্তব্য। আমরা ধারাবাহিক ভাবে ইনশা আল্লাহ্ আলোচনা করব এই বিভাগে।