গল্পের আসরঃ (১) সাদাকাহ্‌

গল্পের আসরঃ ১

( সাদাকাহ্‌ )

 

গল্পটি সংকলিত হয়েছে সহিহ বুখারির (হাদিসঃ ১৪২১) হতে। চলুন প্রিয় নবি (সাল্লাল্লাহু ‘আলাইহি সাল্লাম)-এর মুখেই শোনা যাক………

এক ব্যক্তি নিয়ত করে, আমি অবশ্যই সাদাকা করব। এই উদ্দেশ্যে সে সাদাকা নিয়ে বের হয়। (রাতের আঁধারে চিনতে না পেরে) সে মালগুলো এক চোরের হাতে তুলে দেয়। সকাল হলে লোকজন বলাবলি করতে থাকে-‘কে একজন আজ রাতে চোরকে সাদাকা দিয়েছে!?’

সে বলে, ‘হে আল্লাহ, আপনার জন্যই সকল প্রশংসা। তাহলে আমি এক চোরকে সাদাকা দিয়েছি, আচ্ছা আজ রাতে আমি আবার সাদাকা করব।’ যথারীতি সে সাদাকা নিয়ে বের হয়। এবার সে সাদাকা তুলে দেয় এক ব্যভিচারী নারীর হাতে। ভোর হতেই লোকজন বলাবলি করে, ‘কে একজন আজ রাতে ব্যভিচারী নারীকে সাদাকা দিয়েছে!’

সে বলে, ‘হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা। তাহলে আমি এক ব্যভিচারিণীকে সাদাকা দিয়ে এসেছি! আজ রাতে পুনরায় সাদাকা করব। এবার সাদাকা নিয়ে বের হয়ে সে জনৈক ধনীর হাতে তুলে দেয়। সকালে লোকজনের মুখে গুঞ্জন শোনা যায়—’কে একজন আজ রাতে এক বিত্তশালীকে সাদাকা দিয়েছে!’

সে বলে, ‘হে আল্লাহ, আপনার জন্যই সকল প্রশংসা। আমি না জেনে সাদাকা চোর, ব্যভিচারিণী ও বিত্তশালীকে দিয়ে ফেলেছি।’ (বিষয়টি ভেবে তার খুব মন খারাপ হয়।) পরে স্বপ্নযোগে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ‘চোরকে তুমি যে সাদাকা দিয়েছ, এর কারণে সে হয়তো চুরি ছেড়ে দেবে। অনুরূপভাবে ব্যভিচারিণীকে সাদাকা দেওয়ার কারণে সে হয়তো ব্যভিচার পরিত্যাগ করবে। আর ধনী লোকটি তোমার সাদাকা পেয়ে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবে।’

 

হাদিস হতে শিক্ষা

 

উপরের প্রত্যেকটি পাঠগুলোর বিশদ ব্যাখ্যা জানতে প্রত্যেক পাঠের লিঙ্কের উপর আপনি ক্লিক করলে ঐ আলোচনা চলে আসবে এবং আপনি আরো ভালো করে গল্পের শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন।