মায়ের অভিশাপ গল্পের
পঞ্চম পাঠ
( আল্লাহর সঙ্গেই হোক হৃদয়ের যত বন্ধন )
আপনি আল্লাহর সঙ্গে থাকুন, আল্লাহকেও আপনার সঙ্গে পাবেন।
অন্ধকারে গা ঢাকা দিয়ে রাসুলুল্লাহ চুপিসারে মক্কা থেকে বের হয়েছিলেন। তারপর একদিন তিনি পুনরায় ফিরে এলেন। মক্কায় প্রবেশ করলেন দিনের ঝলমলে আলোতে নগরীর চার চারটি ফটক দিয়ে।
ইউসুফ (‘আলাইহিস সালাম) -কে অন্যায়ভাবে কারাপ্রকোষ্ঠে বন্দী করা হয়েছিল। সেখান থেকে তিনি বের হয়েছেন মিসরের শাসকরূপে।
কাহফের যুবকরা তাঁদের দ্বীন বাঁচাতে পাহাড়ে পালিয়ে গিয়েছিলেন। পেছনে ধাবমান শত্রু রেখে পর্বতগুহায় তারা ঢলে পড়েছিলেন গভীর ঘুমের কোলে। অবশেষে তারা যখন জেগে উঠলেন, তখন পুরো নগরবাসী ছিল তাঁদের দ্বীনের অনুসারী।
আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারও ক্ষতি করতে পারে না-উপকারও করতে পারে না। যে নিজের রিজিকের ব্যবস্থা করতে পারে না, সে অন্যকে কীভাবে রিজিক দেবে? যে নিজেকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না, অন্যের হায়াত নিয়ে সে কী চিন্তা করবে?
সুতরাং আল্লাহর সঙ্গেই হোক হৃদয়ের যত বন্ধন।
»» গল্পে ফিরে যান ««

2 thoughts on “পঞ্চম পাঠঃ আল্লাহর সঙ্গেই হোক হৃদয়ের যত বন্ধন”
Looking for some Soicauxsmb Kubet tips? This site might be helpful! I found soicauxsmbkubet to be useful for predictions, but always do your own research too! Nothing is a guarantee! Good luck, and have fun: soicauxsmbkubet
Alright, downloaded the BetLabelAPK. Installation was simple, and the app runs smoothly on my phone. Plenty of betting options too. Check it out if you’re into mobile betting. Download the APK here: betlabelapk.