তৃতীয় পাঠঃ গুনাহের প্রতি ঘৃণা যেন দাওয়াহ-এর প্রতিবন্ধকতা না হয়

সাদাকাহ্‌ গল্পের
তৃতীয় পাঠ

( গুনাহের প্রতি ঘৃণা যেন দাওয়াহ-এর প্রতিবন্ধকতা না হয় )

বাহ্যিক অবস্থার বিচারেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তবে কেবল বাইরের বেশভূষা দেখে প্রতারিত হলে চলবে না। আপনাকে আরও বিচক্ষণতার পরিচয় দিতে হবে।

অনেক পাপী এমন আছে, যারা আল্লাহ ও রাসুলুল্লাহকে ভালোবাসে। এমনকি আপনার পরিচিত অনেক দ্বীন-ব্যবসায়ীর চেয়েও তাদের হৃদয়ে আল্লাহ ও তাঁর রাসুলের মহব্বত অনেক বেশি। কিন্তু প্রবৃত্তি তাদের লাগাম টেনে ধরেছে; শয়তান তাদেরকে গোমরাহির ফাঁদে আটকে রেখেছে।

ইমাম বুখারি (রহিমাহুল্লাহ) উমর (রাদিয়াল্লাহু আনহু) -এর সূত্রে একটি ঘটনা বর্ণনা করেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে আব্দুল্লাহ নামে এক লোক ছিল। মানুষ তাকে ‘হিমার‘ নামে ডাকত। খুবই আমুদে ও চঞ্চল প্রকৃতি ছিল তার। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে হাসাত। মদপানের অপরাধে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার তাকে বেত্রাঘাত করেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কাছে আনা হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর হুকুমে তাকে পুনরায় বেত্রাঘাত করা হয়।

উপস্থিত এক ব্যক্তি বলে ওঠে, ‘আল্লাহ তার ওপর লানত করুন। কতবার তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো!

তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ( لَا تَلْعَنُوهُ، فَوَاللهِ مَا عَلِمْتُ إِنَّهُ يُحِبُّ اللهَ وَرَسُولَهُ ) ‘তাকে অভিশাপ দিয়ো না। আল্লাহর কসম, তার ব্যাপারে আমি এটিই জানি — সে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে।‘ ➊

মানুষের অন্তর বড়ই রহস্যময়। আল্লাহ ছাড়া এই রহস্য কেউ ভেদ করতে পারে না। বেপর্দা নারী মাত্রই ব্যভিচারিণী নয়। গানপ্রিয় মানুষ মাত্রই কুরআনকে ঘৃণা করে না।

না! না! নাহ ভাই! আমি পাপীদের পক্ষ নিচ্ছি না। তাদেরকে মোটেই নির্দোষ বলছি না। আমি কেবল এতটুকু বলতে চাইছি- ‘তাদের হাত ধরুন; আল্লাহর পথে নিয়ে আসুন।‘ গুনাহ ও গুনাহগারদের প্রতি আপনার ঘৃণা যেন দাওয়াহর পথে প্রতিবন্ধক না হয়।

 

[ উৎস ]

➊ সহিহুল বুখারি: ৬৭৮০। হাদিসের মানঃ সহিহ

 


»» গল্পে ফিরে যান

»» চতুর্থ পাঠঃকোমলতা দাঈ-এর এক অপরিহার্য গুণ