বাতির নিচে অন্ধকার
হিদায়াতের নূর দুরদুরান্তে পৌঁছে গেলেও অনেকে সময় বাতির নিচে অন্ধকারই থেকে যায়।
লুত্ব ও নূহ (আঃ) এর স্ত্রী, ইব্রাহীম (আঃ) এর বাবা আযর, রাসূল (সাঃ) এর চাচা আবি তালিব তার উৎকৃষ্ট উদাহরণ।
আবার উল্টোটাও ঘটে, যেমন ফিরাউনের স্ত্রী আছিয়া (আঃ)।
হিদায়াত জিনিসটা মানুষের হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে, আর হিদায়াত তারাই খুঁজে পায় যারা হাতরায়।