আমার সন্তান, আমার জান্নাত

আমার সন্তান, আমার জান্নাত

সন্তানের দুনিয়াবী আরাম আয়েশের জন্য অনেক বাবা-মায়েদের যেন ঘুম হারাম। কথায় আছে না, “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।” এই দুধভাত মানে বাড়ি করে দেওয়া, গাড়ি কিনে দেওয়া; বাহারী জামা-কাপড় ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দেওয়া; ঘুমে কষ্ট হবে দেখে ফজরে না জাগিয়ে দেওয়া; বয়স হয়নি বলে মসজিদের রাস্তা চিনিয়ে না দেওয়া; পড়াশুনার ক্ষতি হবে বলে কুরআনের ক্লাসে বসিয়ে না দেওয়া; শরীর খারাপ হবে বলে রোজা না করানো।

কিন্তু অন্যদিকে ঈমানের শক্তিতে বলিয়ান চিন্তাশীল বাবা-মায়েরা কিন্তু “আমার সন্তান যেন থাকে জান্নাতে” এ চিন্তায় বিভোর থাকে। তারা জানে, আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দিলে এই সন্তান কখনোই সুখী হতে পারবেনা, ক্বিয়ামতের দিন উলটা আমাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। দুনিয়ার দুধভাত সেদিন বিষভাতে পরিণত হবে।