আমার সন্তান, আমার জান্নাত
সন্তানের দুনিয়াবী আরাম আয়েশের জন্য অনেক বাবা-মায়েদের যেন ঘুম হারাম। কথায় আছে না, “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।” এই দুধভাত মানে বাড়ি করে দেওয়া, গাড়ি কিনে দেওয়া; বাহারী জামা-কাপড় ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দেওয়া; ঘুমে কষ্ট হবে দেখে ফজরে না জাগিয়ে দেওয়া; বয়স হয়নি বলে মসজিদের রাস্তা চিনিয়ে না দেওয়া; পড়াশুনার ক্ষতি হবে বলে কুরআনের ক্লাসে বসিয়ে না দেওয়া; শরীর খারাপ হবে বলে রোজা না করানো।
কিন্তু অন্যদিকে ঈমানের শক্তিতে বলিয়ান চিন্তাশীল বাবা-মায়েরা কিন্তু “আমার সন্তান যেন থাকে জান্নাতে” এ চিন্তায় বিভোর থাকে। তারা জানে, আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দিলে এই সন্তান কখনোই সুখী হতে পারবেনা, ক্বিয়ামতের দিন উলটা আমাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। দুনিয়ার দুধভাত সেদিন বিষভাতে পরিণত হবে।

2 thoughts on “আমার সন্তান, আমার জান্নাত”
Need my fix of ‘trực tiếp gà chọi c1’! Hoping for some good live fights. Fingers crossed this link works! trực tiếp gà chọi c1.
MxBetLife, hmm sounds fun and great. I am ready to start betting and making money. I hope it gives me more money. Wish me luck mxbetlife