বিষয়ঃ ৯। হুট করে দুজনের মাঝখানে গিয়ে বসা

হুট করে দুজনের মাঝখানে গিয়ে বসা………..

ধরেন, দু’জন লোক বসে আছে। দু’জনই আপনার পরিচিত। তারা কোনো একটা বিষয়ের উপর কথা বলছে। ব্যক্তিগত কথাই হচ্ছে। হুট করে আপনি তাদের দু’জনের মাঝখানে বসে পড়লেন। এতে তাদের দু’জনের আলাপচারিতায় ব্যাঘাত সৃষ্টি হলো। আপনার এই কাজটি তাদের কাছে দৃষ্টিকটু লাগল। এতে তারা দু’জনেই আপনার উপর ক্ষিপ্ত হয়ে গেল।
একজন রেগেমেগে বললো, ‘কিরে, তুই হুট করে আমাদের মাঝে এসে বসলি কেন? দেখছিস না আমরা কথা বলছি। তবুও কেন বসলি?’
আপনিও পাল্টা জবাবে বললেন, ‘বসছি তো কী হয়েছে? কী এমন গুরুত্বপূর্ণ কথা বলছিলি, যার কারণে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছিস?’
তখন ঐ ব্যক্তি বললো, ‘একে তো দোষ করেছিস, তার উপর আবার মুখের উপর কথা বলিস?’
বলতে বলতে মারামারি শুরু। কেউ কাউকে ছাড় দেয়নি।
এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে। শিষ্টাচার না শেখার কারণে এই ভুলটা আমরা করে থাকি। কিন্তু ইসলাম পূর্ব থেকেই এসব বিষয়ের উপর দিকনির্দেশনা দিয়ে গেছে। এইসব ছোটোখাটো বিষয় যেন ঝগড়া পর্যন্ত না গড়ায়, সেজন্য ইসলাম বলে-কেউ যেন অনুমতি ছাড়া দু’জনের মাঝখানে না বসে। আর এটা একটা হাদীস থেকে আমরা জানতে পারি…
‘আমর ইবনু শু’আইব (রহমাতুল্লাহ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা এবং তাঁর দাদার থেকে বর্ণিত,  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

لاَ يُجْلَسُ بَيْنَ رَجُلَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا

❛ উভয়ের অনুমতি ছাড়া কেউ দু’ব্যক্তির মাঝখানে বসবে না। ❜ ( সুনানে আবু দাউদ, ৪৮৪৪ )
ঠিক এর পরবর্তী হাদিসেই, আবদুল্লাহ ইবনু ‘আমর (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত…… রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُفَرِّقَ بَيْنَ اثْنَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا

❛ উভয়ের অনুমতি ছাড়া (একত্রে বসা) দুই ব্যক্তিকে পৃথক করা কারোর জন্য বৈধ নয়। ❜ ( সুনানে আবু দাউদ, ৪৮৪৫ )
[ শিক্ষণীয় বিষয় ]
……… ✔ কেউ যেন হুট করে অনুমতি ছাড়া দু’জনের মাঝখানে না বসে। অবশ্যই অনুমতি নিতে হবে।
……… ✔ এটা শিষ্টাচার এবং নৈতিকতার খেলাফ। এবং এটা একটা অভদ্র ও অশোভন আচরণ যা সকলের বোঝা এবং পরিহার করা উচিৎ।
……… ✔ দুজনের মাঝে হুট করে বসে পড়লে ঝগড়া সৃষ্টি হতে পারে। তাদের আলাপচারিতায় কোন ধরনের বিঘ্নতা তৈরি হতে পারে। তারা আপনার সম্পর্কে খারাপ ধারণা করতে পারে।
……… ✔ বিচ্ছন্নতা সৃষ্টি করবেন না দু’জনের মাঝে। তাদের মনে কষ্ট দেওয়া যাবে না এই কাজ করে।
……… ✔ অবশ্য অনুমতি দিলে অথবা তারা নিজ থেকে আপনাকে তাদের মাঝে বসালে আপনি বসতে পারেন।
[ শেষের কথা ]
এতদসত্ত্বেও, এইসব বিষয় নিয়ে আমরা অনেকটাই উদাসীন। আমরা প্রায়ই দু’জনের মাঝখানে অনুমতি ছাড়া বসে পরি। এতে ওই ব্যক্তিদ্বয় রাগ করে, ফলে সেখান থেকেই শুরু হয় ঝগড়া। এছাড়া, যদি খুব বেশি আপন হয়, তবে রাগ না করলেও মনে মনে ঠিকই আপনার প্রতি খারাপ ধারণা তৈরি করবে। তাই আমাদের সকলের উচিৎ এই সব নববি শিষ্টাচার খুব গুরুত্বের সাথে আমল করা। আল্লাহ্‌ আমাদের সকলকে এই সব বিষয় বোঝার এবং আমল করার তাওফিক দান করুন। (আমিন)

সংগৃহিত ﹁
বইঃ জীবনের আয়না
লেখকঃ মাহমুদ বিন নূর
[ বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটি একটু পরিমার্জিত এবং বর্ধিত করা হয়েছে যাতে আপনারা বিষয়টি সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। আল্লাহ্‌ কবুল করুন এই প্রচেষ্টা। (আমিন) ]

13 thoughts on “বিষয়ঃ ৯। হুট করে দুজনের মাঝখানে গিয়ে বসা

  1. Solid analysis of tournament dynamics! Thinking about bankroll management & maximizing value reminds me of the VIP treatment at phpgames com – a legit platform for building your own winning strategy! It’s all about maximizing opportunity.

  2. Yo, is anyone else noticing that sus glitch with the bubble mechanics? Sometimes my character gets stuck when I try to double-jump near the edges. Otherwise, gg to the devs for making such a fun game!

  3. Just tried the new Sprunki music tracks and they’re an absolute banger! The vibes are immaculate, totally elevates the whole experience. GG to the devs for this update!

  4. As a long-time player, I gotta say the balance tweaks in this version are chef’s kiss. The difficulty curve feels more natural now, and the new power-ups are a game-changer. Keep up the great work!

Leave a Reply to levitra without price comparison Cancel reply

Your email address will not be published. Required fields are marked *