আলোর পথের সন্ধান

আলোর পথের সন্ধান

গুনাহ করার জন্য লাগে নিরিবিলি পরিবেশ, লাগে গুনাহের উপকরণ।

অন্তর গুনাহের দিকে ধাবিত হওয়ার সময় “আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাযীম” পাঠ করলে নিজের উপর নিয়ন্ত্রণ চলে আসে আর লোকালয়ে নেক লোকদের সুহবতে থাকলে আস্তে আস্তে অন্তর বিশুদ্ধতা লাভ করে।

আমল করতে হয় একাগ্র চিত্তে, যেন কোন কিছুই যেন মনযোগ নষ্ট করতে না পারে। অন্তর আলোর সন্ধান পায়, অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর যিকিরের মাঝে।

2 thoughts on “আলোর পথের সন্ধান

Leave a Reply to 777king99 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *