প্রথম পাঠঃ মানুষকে খুশি করতে নিজেকে বদলাবেন না।

সাদাকাহ্‌ গল্পের
প্রথম পাঠ

( মানুষকে খুশি করতে নিজেকে বদলাবেন না )

মানুষের সব সময় এই একই স্বভাব —–

আপনি যদি কারও দুর্ব্যবহার সহ্য করেন, তারা বলবে, ‘লোকটি কাপুরুষ!’

আপনি সাদাকাহ্‌ করলে বলবে, ‘দেখো, নিজের নাম ফলানোর জন্য দান করছে!’

কোনো আলিমের সাহচর্যে গেলে বলবে, ‘চাটুকারটাকে একটু দেখো!’

কোনো খারাপ মানুষের সঙ্গে আপনাকে মুসাফাহা করতে দেখলে বলবে, ‘চোরে চোরে মাসতুত ভাই!’

স্ত্রীর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে দেখলে বলবে, ‘স্ত্রীর পোষা খরগোশ!’

পাপ কাজে তাদের সঙ্গ না দিলে বলবে, ‘বাহ! কী বিশাল বুজুর্গ!’

সবার সঙ্গে ঘুষ না খেলে বলবে, ‘আস্ত একটা বোকা!’

আপনি যদি একটু পর্দা করে চলেন, তারা বলবে, ‘আধুনিকতা বলতে কিছুই নেই মেয়েটার!’

চেহারা ঢেকে রাখলে বলবে, ‘বিশ্রী চেহারা নিয়ে বেচারি আর করবেটা কী!’

স্বামীর আনুগত্য করতে দেখলে বলবে, ‘মেয়েটির ব্যক্তিত্ব বলতে কিছু নেই!’

 

প্রিয় মুহতারাম ও মুহতারামা,

মানুষ হাজারো কথা বলবে। আপনি আপনার মতো থাকুন। তাদের কথায় নিজেকে বদলাবেন না। তাদের খুশি করার জন্য আপনি নিজের দ্বীনের নীতি থেকে সরে যাবেন না। আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন, অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি অসন্তুষ্ট। তো মানুষ কীভাবে মানুষের প্রতি সন্তুষ্ট হবে?

 

 


» গল্পে ফিরে যান
» দ্বিতীয় পাঠঃ তাদেরকে আল্লাহ্‌র পথে নিয়ে আসুন

2 thoughts on “প্রথম পাঠঃ মানুষকে খুশি করতে নিজেকে বদলাবেন না।

Leave a Reply to stakemaniacasino Cancel reply

Your email address will not be published. Required fields are marked *