মায়ের অভিশাপ গল্পের
দ্বিতীয় পাঠ
( লেজকাটা শেয়াল চায় সব শেয়ালের লেজ কেটে যাক )
ব্যভিচারকারী চায়, সবাই যদি তার মতো ব্যভিচার করত! পুরুষের বেশভূষা ধারণকারী নারী চায়, সবাই যদি তার মতো পুরুষের বেশ ধরত! চোর চায়, সবাই যদি তার মতো চোর হতো!
বদকার লোকেরা নেককার লোকদের পরিশুদ্ধ জীবন সহ্য করতে পারে না। তারা মনে মনে বড়ই কষ্ট পায়। কারণ প্রতিটি আমানতদার লোক চোরদের গালে যেন একেকটি প্রবল থাপ্পড়। প্রতিটি সতী নারী যেন বেশ্যা নারীদের পিঠে একেকটি প্রচণ্ড বেত্রাঘাত। প্রতিটি পবিত্র যুবক যেন ব্যভিচারী পুরুষদের কপালে একেকটি লাঞ্ছনার রেখা। প্রতিটি সৎ কর্মচারী যেন ঘুষখোরদের নিকৃষ্টতার একেকটি দলিল। ভালো লোকদের দেখলেই মন্দ লোকদের মনে পড়ে যায় আপন আপন দুষ্কর্মের কথা। তাই তারা চায়, সবাই তাদের মতো মন্দ হয়ে যাক।
বনু ইসরাইলের দুশ্চরিত্র লোকদের আবিদ জুরাইজের পরিশুদ্ধ জীবন সহ্য হয়নি। তাই তারা এক বেশ্যা নারীকে তার কাছে পাঠায়, যাতে তিনিও তাদের মতো হয়ে যান। কওমে লুতের দুশ্চরিত্র লোকেরা লুত-এর নিষ্কলুষ জীবন সহ্য করতে পারেনি। তাই তারা বলেছিল : ( اَخۡرِجُوۡۤا اٰلَ لُوۡطٍ مِّنۡ قَرۡيَتِكُمۡۚ اِنَّهُمۡ اُنَاسٌ يَّتَطَهَّرُوۡنَ ) ‘লুত-পরিবারকে তোমরা তোমাদের গ্রাম থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়।’➊
[ উৎস ]
➊ সূরাহ্ আন-নামল, (২৭ঃ৫৬) ।
»» গল্পে ফিরে যান
»» তৃতীয় পাঠঃ আপদ-বিপদে সালাত আপনার পরম আশ্রয়

2 thoughts on “দ্বিতীয় পাঠঃ লেজকাটা শেয়াল চায় সব শেয়ালের লেজ কেটে যাক”
Just signed up with 99okwin, and so far, so good! The interface is clean, and I’m already eyeing a few games. Hoping for some big wins! Definitely checking out 99okwin.
Alright guys, 66bhp is where it’s at! Checking it out now. Hope I win big. Good luck to everyone! Check it out here 66bhp