পথের শেষে সূর্য ভাসে, কেউবা কাঁদে কেউবা হাসে।
পথের শেষে সূর্য ভাসে, কেউবা কাঁদে কেউবা হাসে। হিদায়াতের পথে কাঁটা ফিতনাসরূপ। পথের বাঁকে বাঁকে কাঁটা। এ পথ যত সুদীর্ঘ কাঁটার পরিমাণ তত বেশী। হিদায়াতের পথ বান্দার জন্য অতোটা সুগম নয়। জাহিলিয়াতের পথ সুগম, দৃষ্টিনন্দন বিষয় দিয়ে ঘেরা। অথচ গন্তব্য?…