ছোট গল্প, সময় অল্প
আনন্দের দিনগুলো দ্রুত শেষ হয়ে যায়। দুনিয়ার আনন্দগুলো এমনই হয়, ছোট গল্পের মত কোথায় যেন একটা অতৃপ্তি থেকেই যায়। দুনিয়ার বেদনাগুলোও ক্ষণস্থায়ী, এর স্বাদ আমলকীর মত, শুরুর দিকটা তিক্ত হলেও শেষের দিকটায় মিষ্টি। দুনিয়ার এই আনন্দ, এই দুঃখ বেদনার স্থিতিকাল আখিরাতের আনন্দ ও বেদনার তুলনায় এক সন্ধ্যা অথবা এক সকাল। দুনিয়ার সুখ আর আখিরাতের পরম সুখের বিরাট ফারাক। ঠিক তেমনি বেদনার আর্তনাদ।
লেখকঃ রাজিব হাসান