ঈমানের স্বাদ

ঈমানের স্বাদ

এক টুকরা লোহাকে তপ্ত আগুনে ডুবিয়ে, বারবার হাতুরি দিয়ে পিটিয়ে শক্ত, মজবুত কাঠামোতে পরিণত করতে হয় ঠিক তেমনি মুমিন বান্দার ঈমান মজবুত করতে তার উপরে লাগাতার বালা-মুসিবত আসে। বান্দা নিরবে, নিভৃতে, নিঃশব্দে শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, “আল্লাহ গো! আমি তো আমার দুঃখ, কষ্ট, অস্থিরতা আপনার কাছেই সমর্পণ করেছি”। এতে তার রব খুব খুশি হয়ে তাকে ঈমানের সর্বোচ্চ স্বাদ দেন। তখন আর দুনিয়াবী কোন ব্যাথা-বেদনা তার গায়ে লাগেনা।

 


লেখকঃ রাজিব হাসান