চোরাবালি
- ফজর সালাত বাদ দিয়ে বিদ্যা অর্জনের জন্য পরিপাটি হয়ে পাঠাশালার দিকে ধাবিত হলে, ও বিদ্যা কোন কাজে আসে না।
- বরকতময় সময়টাতে আল্লাহর স্মরণ বাদ দিয়ে, রিজিকের পিছনে ছুটলে, ও রিজিকে কোন বরকত আসেনা।
- আল্লাহর অবাধ্য হয়ে কেউ কোনদিন সফলতা অর্জন করে পারেনি, কস্মিনকালে পারবেও না।
ইতিহাসে এর অনেক স্বাক্ষী রয়েছে। ঐশী বিধান অবজ্ঞা করে প্রথাগত বিধান ও সামাজিক নিয়মনীতির অনুসরণ এবং অনুকরণ বান্দার বরবাদির জন্য যথেষ্ট। দুনিয়াতে তার উপর থেকে রহমত ও বরকত কমে যায়; ফলে, আল্লাহর অবাধ্যতার মেকি সুখ তার সামনে সুশোভিত করে তাকে ক্রমাগত ধোঁকায় ফেলা হয়। অনবরত অবাধ্যতা তার গলায় শিকলের মত বেধে দেওয়া হয়। সে আটকে পরা এই গন্ডি ছেড়ে সহজে বের হতে পারেনা। নগদ যা পায় তাতেই সে খুশি হয়, ভিতরে ভিতরে তৃপ্তি পায়।
অন্তর দিয়ে কখনই সে অনুধাবন করেনা তার দুই হাতের কামাই তার জন্য কখনই যথেষ্ট নয় বরং পাঁচ বেলার সাতটি অংগের সিজদাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই বুঝ না আসা পর্যন্ত তার মধ্যে কোন খয়ের নেই, সে হউক অনেক বড়লোক, সে হউক মস্তবড় শিক্ষাবিদ, পন্ডিত।
লেখকঃ রাজিব হাসান