যেখানে কোন ভেদাভেদ নেই

যেখানে কোন ভেদাভেদ নেই

দুনিয়াতে একজন আমীর, আরেকজন ফকির। একজন জালিম, আরেকজন মাজলুম। একজন ভ্যানচালক, আরেকজন পরিচালক। একজন ছাত্র, আরেকজন টোকাই; একজন পুরুষ, একজন হিজড়া। একজন সচল, একজন পঙ্গু, একজন বুদ্ধিসম্পন্ন আরেকজন বোকাসোকা; একজন কোটিপতি, আরেকজন অভাবী; একজন ফর্সা, আরেকজন কালো; একজন লম্বা, আরেকজন খাটো; একজন সুশ্রী, আরেকজন বিশ্রী; একজন সুখী, আরেকজন দুঃখী।

দুনিয়ার সবধরণের বৈষম্য এটাই জানান দেয়, এই দুনিয়া বান্দার স্থায়ী আবাসস্থল নয়। কাউকে সবকিছু দিয়ে, আবার কাউকে বঞ্চিত করে সৃষ্টিকর্তা বে-ইনসাফি করেননি বরং পরীক্ষায় ফেলেছেন। বান্দা যখন বুঝতে পারে দুনিয়াতে সে কয়েকদিনের মেহমান, জান্নাতই তার আসল ঠিকানা, তখন দুনিয়ার এই সকল ব্যবধান তার কাছে তুচ্ছ মনে হয়। তার যা আছে তাই নিয়ে মাসজিদে গিয়ে সমানতালে সবার সাথে কাঁধে-কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে যায়, জান্নাতের আশায় সকল ঘাটতি ভুলে মনে শান্তি পায়।

 

 


লেখকঃ রাজিব হাসান