সন্ধি বিচ্ছেদ
মক্কার মুশরিকেরা মুসলিমদের সাথে সন্ধি করতে চেয়েছিল। তারা প্রস্তাব দিয়েছিল, একবেলা লাত- মানাত-উজ্জার পূজা করা হবে, আর একবেলা মুহাম্মাদ (সাঃ) এর আল্লাহর ইবাদাত করা হবে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই গলদ আক্বিদার আউলা প্রস্তাব মেনে নেননি, সদলবলে উপেক্ষা করেছেন।
দ্বীন ইসলাম এমন নয় যে তোমরটাও মানব আবার আমারটাও মানব। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে সকল বাতিলের কবর রচনা করে। বিলুপ্ত হওয়া অচল, বাতিল মানবীয় বিধানের সাথে ঐশী বিধান মিশে যাওয়ার জন্য দ্বীন ইসলাম আসেনি।
মধুর বোতলে বিষ ঢেলে কখনও সম্প্রীতি, ভালবাসা, সৌহার্দ্য কামাই করা যায়না। তীক্ষ্ণ নখবিশিষ্ট বাজপাখির নখ কেটে দিয়ে তার মুখে রবীন্দ্র সংগীত শুনতে চাওয়ার আগে, নখবিহীন কতগুলো মেয়েলী ময়না কিনে নিলেই হয়। বাজপাখির আওয়াজ অতোটা মিষ্টি নয়, সে অতোটা গতানুগতিকও নয়, তার মুখে পালিত ময়নাদের কোরাস গাওয়াও শোভা পায় না। সে হার মানার পাত্র নয়, শিকলে আবদ্ধ থাকার জন্যও সে দুনিয়াতে আসেনি। বাজপাখিরা উড়তে এসেছে, একদিন বাজপাখিরা উড়বে, থাকবেনা শুধু মেয়েলী ময়নারা।
লেখকঃ রাজিব হাসান