আল্লাহ্ ছাড় দেন, ছেড়ে দেন না

আল্লাহ্ ছাড় দেন, ছেড়ে দেন না

আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর যদি ছাড় না দিতেন তাহলে মানুষ তাওবাহ করার সুযোগ পেত না। একশত খুন করেও এক বান্দা আল্লাহর ক্ষমা পেত না, আরেক বান্দা নিজ মেয়েকে জীবন্ত দাফন করেও আল্লাহর ক্ষমা পেত না, বাবরী মাসজিদ ভাঙার হোতা বলবীর সিংহ তাওবাহ করে মুহম্মদ আমীর হত না।

অনেকেই আবার আল্লাহর এই ছাড়কে সুযোগ হিসেবে নেয়, খাল কেটে কুমির নিয়ে আসে।

  • নূহ (আঃ) এর জাতিকে বারবার ছাড় দিলেও তারা ফিরে আসেনি,
  • ফিরাউনকে বারবার সতর্ক করা হলেও সে আজ্ঞাবহ হয়নি,
  • পিতা আযরকে বারবার সতর্ক করা হলেও পূত্র ইব্রাহীম (আঃ) এর তৌহিদের ডাকে সাড়া দেয়নি।
  • নমরুদ, কওমে লূত্ব, আদ সামূদ এদের সবাইকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, কিন্তু সীমালঙ্ঘনের কারণে ছেড়ে দেননি।

এদের কাউকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আবার কাউকে পরবর্তী জাতির জন্য উজ্জ্বল নিদর্শন করে রেখেছেন। অথচ আমাদের কপাল মন্দ, চোখ থাকতেও আমরা অন্ধ।

 

 


লেখকঃ রাজিব হাসান