কোন কিছুই অতিরিক্ত ভালো না

কোন কিছুই অতিরিক্ত ভালো না

অন্তর যে পথে বাধাপ্রাপ্ত হয়, সেই পথেই বেশী আগায়। নিষিদ্ধ জিনিসের প্রতি অন্তরের এক ধরনের অবৈধ আকর্ষণ কাজ করে। না জানি কী আছে তার মধ্যে।

ইংরেজীতে একটি কথা আছে “Curiousity kills the cat.”, অর্থ্যাৎ বিড়ালের জন্য রিজিক হিসেবে মাছের কাঁটা আর দুধের বাটি থাকা সত্বেও সে ঢেকে রাখা পাত্রের দিকে বারবার তাকায়, সুযোগ পেয়ে সেই খাবার খেতে থাকে। ওটা যে বিষের পাত্র ছিল তা বুঝতে পারে গলাধঃকরণ করার পর।

মানুষের অবস্থাও এক, তার জন্য হাজারটা হালাল উপায় থাকলেও ঐ নিষিদ্ধ জিনিসের দিকেই তার ঝোঁক, নিষিদ্ধ জিনিসের বিষক্রিয়া যখন শুরু হয় তখন সে আফসোস করতে থাকে। তার মুখ তো মাটি ছাড়া আর কিছুতে ভরবে না।

 

 


লেখকঃ রাজিব হাসান