অদ্ভুত ভালোবাসা

অদ্ভুত ভালবাসা

আল্লাহর দিকে বান্দা নিজেকে রুজ্জু করলে অনেক সময় আল্লাহ তাকে দুনিয়ার ভোগ বিলাস থেকে বঞ্চিত করেন। আল্লাহর ভালবাসা মানেই ধন-সম্পদ, টাকা-পয়সা, আনন্দ, ফুর্তিতে জীবন পার করা নয় বরং তাকওয়া, ইখলাস, তাওয়াক্কুল এগুলো আল্লাহর ভালবাসার নিদর্শন হয়।

দুনিয়া নামক চিড়িয়াখানায় বান্দা কখনো একাকীত্বে ভোগে না, তার একাকীত্ব তো রবের প্রশংসায় কেটে যায়, তার বন্দীজীবন তো জান্নাতের স্বপ্নে বিভোর হয়, তার একঘেয়েমি জীবন তো ইবাদাতের স্বাদে প্রস্ফুটিত হয়।

 

 


লেখকঃ রাজিব হাসান