কে আপন কে পর?

কে আপন কে পর?

এক বান্দার সামনে অন্য বান্দা আল্লাহর বিধান লঙ্ঘন করে, অথচ রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, ভাতৃত্বের বন্ধন, সৌহার্দ্য ও প্রীতির বন্ধন ছিন্ন হবে বিধায় বান্দা তাকে শুধরে দেয় না। বারংবার আল্লাহর বিধান লঙ্ঘিত হলেও বান্দা স্বাভাবিকভাবে নেয়, চোখে টিনের চশমা লাগিয়ে দেদারসে আড্ডায় অংশ নেয়, খোশগল্পে মজে যায়, অথচ তার মন খারাপ হবে বলে সীমালঙ্ঘন জেনেও আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে শুধরে দেয় না। এই ভালবাসা ভালবাসা নয়।

ভালবাসা বান্দার সকল কাজে সমর্থন করা নয় বরং ভুলগুলিকে শুধরে দেওয়াতেও নিহিত রয়। সত্য তিক্ত হলেও এর ফলাফল মিষ্টতায় রূপ নেয়। যারা বান্দাকে শুধরে দেয় তারাই প্রকৃত বন্ধু হিসেবে পরিগণিত হয়। ভুল শুধরে দিলে বান্দা আজ বিরক্ত হলেও কাল কিয়ামতের মাঠে ঠিকই প্রকৃত বন্ধু চিনতে পারবে।

যারা তার মন্দকাজগুলিতে বাধা দেয় নাই তাদেরকে ভর্তসনা দিবে, দুনিয়াতে এই সকল গাইরতবিহীন বন্ধু, স্বামী, স্ত্রী, কন্যা, পুত্রের বিরুদ্ধে স্বাক্ষী দিবে।

অন্যদিকে ভুল শুধরিয়ে দেওয়া বান্দাদের সহাস্যমুখ দেখে আফসোস করে বলতে থাকবে, “হায়! অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম”।

2 thoughts on “কে আপন কে পর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *