আল্লাহকে যে পেতে চায়
আশা ও ভয় – ঈমানের পরিচয়। আল্লাহর দয়া, তার ক্ষমা, তার রহমত, তার ভালবাসা, তার নিয়ামত, তার জান্নাত এগুলো বান্দার মনে আশা জাগায়। আল্লাহর গোস্বা, তার ক্রোধ, তার আযাব, তার শাস্তি, তার জাহান্নাম এসব বান্দার মনে ভয় জাগায়।
আল্লাহর কোন কোন বান্দা আশায় আশায় দ্বীনের উপর অটল থাকে আবার কোন কোন বান্দা ভয়ে ভয়ে দ্বীনের উপর অটল থাকে। কোন কোন বান্দা আবার আশা ও ভয় উভয়ের প্রতি সজাগ থাকে।
বান্দা আশাতেও কাঁদে, ভয়েও কাঁদে। এ এক অদ্ভুত ব্যাপার স্যাপার। আল্লাহকে চিনতে পারলে বান্দার এই অদ্ভুত অনুভূতি হয়। শাস্তির কথা মনে এলে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কাঁদে, রহমতের কথা মনে হলে বান্দা চরম পুলকিত বোধ করে কাঁদে।
কারণ, হাজারো ফিতনার ভিড়ে বান্দা তার রবকে চিনতে পেরেছে। এটাই তো আশা, এটাই তো ভয়, এটাই তো আল্লাহর সাথে বান্দার এক অদ্ভুত পরিচয়।

2 thoughts on “আল্লাহকে যে পেতে চায়”
Heard about fb88188166, so I checked it out. Seems legit, decent options. Explore here: fb88188166
Yo, CO888 is alright. Fast deposits and withdrawals. I’ve played a few games and haven’t had any problems. Good if you wanna try your luck. Give it a whirl: co888