শিকল পরা ছল

শিকল পরা ছল

কিছু ছাড়ি, কিছু মানি, কিছুটা জেনে বুঝেও পাশ কেটে যাই। দ্বীন ইসলামকে যতদিন ‘দ্বীন’ হিসেবে পালন না করে ‘ধর্ম’ হিসেবে পালন করা হবে ততদিন এই গলদ আক্বিদার সৎকার হবে না। অন্তরে জাহালতের জলছাপ থাকলে দ্বীন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নেওয়া অতোটা সহজ হয় না।

  • এ কারণেই বান্দা সালাত আদায় করে এসেও ঘুষ খায়;
  • তাসবীহ দানা হাতের মধ্যে রেখেও সূদের অংক কষে;
  • খেজুর খাওয়া সুন্নাত পালন করে মদের বোতলে চুমুক দেয়;
  • কুরআন তিলোওয়াত করেও বান্দা অহর্নিশি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়।

গলা দিয়ে আল- কুরআনের নূর তার অন্তর পর্যন্ত পৌঁছায় না। কেননা, ইসলামকে সে দ্বীন ভাবতে পারেনি। ইসলামকে দ্বীন বা সামগ্রিক জীবনব্যবস্থা হিসেবে মেনে না নেওয়ার কারণে এমনটি হয়। মসজিদ পর্যন্তই বান্দার দ্বীন, এর বাইরে যেন দ্বীন নেই। কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না এইটা ঈমানের পরিচয় নয়।

বান্দার বোঝা উচিৎ, ইসলামের আলো এতটা ক্ষীণ নয়, এতটা ম্রিয়মাণ নয়, এতটা ঘোলা ও অস্পষ্ট নয় বরং এর আলো সুস্পষ্ট, প্রলম্বিত, অবারিত, প্রসারিত। এই আলো এসেছে আসমান থেকে, মুক্ত বিহঙ্গ এই আলোর অবগাহনে সিক্ত হয়, চামচিকার দল চিরকালই জাহালাতের ঝোপঝাড়ে গিয়ে লুকায়।

2 thoughts on “শিকল পরা ছল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *