নফসের বিরুদ্ধে জিহাদ

নফসের বিরুদ্ধে জিহাদ

আত্মা চায় পবিত্র থাকতে আর নফস চায় সীমালঙ্ঘন করতে। নফসের অবাধ্যতায় আত্মা অশান্ত হয়ে উঠে। বান্দা নিজেই নফসের খোড়াক জোগায়।

নফস হল ঐ শিশু যাকে মায়ের বুকের দুধ ছাড়িয়ে মুখে সুষম খাবার তুলে দিলে সে দুধ খেতেই মরিয়া হয়। দীর্ঘদিনের লালন করা অভ্যাস তাকে পেয়ে যায়। অতঃপর নিরলস চেষ্টা চালিয়ে গেলে সে ধীরে ধীরে সুষম খাবার খেতে শিখে, এক পর্যায়ে মায়ের দুধের কথা ভুলে যায়। তার ভিতর বাহির দিনে দিনে সুগঠিত হয়। ঠিক যেন অবাধ্য নফসের উপর নিয়ন্ত্রণ আনলে আত্মা পরিশ্রান্ত হয়।

শয়তান নাফসের ভিতরে ওয়াস-ওয়াসা দেয়। অবাধ্যতায় লিপ্ত হতে উৎসাহ দেয়। এ কারণে নফসের ঘুড়ি অসীম আকাশে উড়তে চাইলেও লাটাইখানা মুঠি বন্ধ রাখতে হয়। নফস অবাধ্য হয়, আত্মা নয়। আত্মার অভ্যন্তরে তার রবের আনুগত্য লুকিয়ে রয়। বান্দা কোন একদিন তা বুঝতে পেরে নফস দমনে তৎপর হয়। ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের ছায়ায়।

Scroll to Top