মুমিনের গুনাহ

মুমিনের গুনাহ

মুমিনের গুনাহ তার নিজের কাছে পাহাড়সম মনে হয়; মুমিনের অবাধ্যতা তার নিজের কাছে গলার কাঁটা বোধ হয়; মুমিনের সীমালঙ্ঘন তার নিজের কাছে আকাশ ছোয়া মনে হয়।

গুনাহ হয়ে গেলে মুমিনের অন্তর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে প্রকম্পিত হয়। তার ঘুম হারাম হয়ে যায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার গলা দিয়ে কোন খাবার যেন সহজে আর নামতে চায় না। অজানা এক ভয় তার ভিতরটা কাঁপিয়ে দিয়ে যায়, তাকে বারবার জানান দিয়ে যায়, “সেদিন তোমার রবের সামনে তোমাকে একাকী দাঁড়াতে হবে।” তার নাওয়া-খাওয়ায় মন বসে না, গলাকাটা মুরগির মত সে ছটফট করতে থাকে, এক অদ্ভুত অতৃপ্তি তার হৃদয়ে বারংবার আঘাত হানে। হতাশার সুরে অদৃশ্য থেকে তাকে কেউ বোঝাতে চায়, তুমি শেষ, তোমার আখিরাত শেষ, তোমার সব শেষ। তবুও সে হাল ছেড়ে দেয়না। সে জানে হতাশা আসে শাইত্বনের পক্ষ থেকে আর রহমত আসে আর-রাহমানের পক্ষ থেকে।

সে বারবার তার রহমেতের ভিক্ষা চায়, কৃত গুনাহর কারণে তার কাছে পানাহ চায়। রহমত ও পানাহর স্রোতে তার গুনাহর পাহাড় ধ্বসে যায়, মেঘ কেটে গিয়ে আকাশ ঝিকমিকে উজ্জ্বল এক আলোয় প্রস্ফুটিত হয়। এ যেন নতুন এক আলোকিত দিনের সুসংবাদ, এ যেন দুনিয়ার বুকেই এক টুকরো জান্নাত।