মিথ্যে মায়া, মিথ্যে ছায়া

মিথ্যে মায়া, মিথ্যে ছায়া

বাহ্যিক সৌন্দর্য ঠিক রাখতে টাকা খরচ করে কতরকমের প্রসাধনী কিনতে হয়, অথচ ভিতরের সৌন্দর্য ঠিক করতে কোন টাকা পয়সাই লাগে না, লাগে না কোন প্রসাধন; লাগে শুধু নিয়মিত সালাত আর কুরআন তিলাওয়াত। সাথে আল্লাহর অগণিত নিয়ামতের প্রতি অগাধ কৃতজ্ঞতাবোধ ও শুকরগুজার। ভিতরটায় নূরের আগ্নেয়গিরি থাকলে বাইরে তার স্ফুলিঙ্গ এমনিতেই প্রকাশ পেয়ে যায়।

 


লেখকঃ রাজিব হাসান

Scroll to Top