ভয় নাই যার, পোড়া কপাল তাঁর
অন্তরে আল্লাহর ভয় না থাকলে, মানুষের কাছে ভাল কিছু আশা করা বোকামী।
- একজন স্বামী কেনই বা তার স্ত্রীর প্রতি সৎ থাকবে?
- একজন স্ত্রী কেনই বা তার স্বামীর প্রতি সৎ থাকবে?
- ছেলেমেয়ে কেনই বা পিতামাতার হক আদায় করবে?
- যুবক-যুবতীরা কেনই বা চোখ নামিয়ে রাখবে বা পর্দা করে দেহাবরণ ঢেকে রাখবে?
- চাকুরীজীবিরা কেনইবা হালাল উপার্জন করবে?
- ব্যবসায়ীরা কেনই বা ভেজাল থেকে বিরত থাকবে?
এই একগাদা প্রশ্নের উত্তর হল- আল্লাহর ভয়ে করবে। আল্লাহর সামনে একদিন একাকী দাঁড়াতে হবে এই ভয়ে করবে। দুনিয়ার যত অনিয়ম, লুকোচুরি, বিশৃঙ্খলা, লুটতরাজ, প্রতারণা, হত্যা, লোক ঠকানো, ধোঁকাবাজী, চুরি, ডাকাতিসহ যাবতীয় মন্দ কাজের মূল উৎস হল মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকা।
যার নেই আল্লাহর ভয়, তার নেই কোন ভয়, আর যার কোন ভয় নেই, সে তো অবাধ্য হবেই, আগুনে জ্বলবেই।
লেখকঃ রাজিব হাসান