আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাত
“হায়! আমি যদি মাটি হয়ে যেতাম” ক্বিয়ামত দিবসে জাহান্নামের ভয়াবহতা দেখে অপরাধীরা এ কথাটিই বলবে। তারা যখন দেখবে জ্বীন ও ইনসান ব্যতীত বাকী সব জীবজন্তু মাটিতে মিশে যাচ্ছে, তখন তারা জাহান্নাম থেকে গা বাঁচাতে এমনটিই আশা করবে। অপরাধীর দল সেদিন নিকৃষ্ট জন্তুজানোয়ারের পরিণতি বরণ করে নিতে চাইবে, মাটিতে মিশে গিয়ে জাহান্নাম থেকে পালিয়ে বাঁচতে চাইবে। কিন্তু জীবজন্তু বেঁচে গেলেও এরা দুনিয়াতে জীবজন্তুর মত জীবন যাপন করেও বাঁচার কোন পথ পাবেনা।
মানুষকে দুনিয়াতে জীবজন্তু হিসেবে পাঠানো হয়নি বরং সর্বশ্রেষ্ঠ মাখলুক “মানুষ” হিসেবে পাঠানো হয়েছে। মানুষের কাজ আর পশুর কাজ এক নয়, মানুষের পরিণতি আর তাদের পরিণতি এক নয়, কবরে মাটিতে মিশে যাওয়া মানে সবকিছু মিটে যাওয়া নয়।
লেখকঃ রাজিব হাসান