তিনিই মোদের রব,
তিনিই মোদের সব
আল্লাহ বান্দার গুনাহের কোন গন্ধ দেননি। বান্দার গুনাহয় যদি গন্ধ ছড়াত তাহলে সবার সামনে তা প্রকাশ পেয়ে যেত; সে লজ্জায় পড়ে যেত; কখনও বা লজ্জায় আত্নহত্যা করে বসত; চিরকালের মত তার তাওবাহর দড়জাও বন্ধ হয়ে যেত। গোপনে করা গুনাহ বান্দা আর তার রবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্যরা তা জানতে পারেনা। আল্লাহ বান্দার হালত জানেন, তার গুনাহ গোপন রেখে তাকে বারবার সুযোগ দেন। তিনি চান বান্দা তার নিকট ক্ষমা প্রার্থণা করুক। তিনিই তো সবচাইতে আপন, হাজারটা অবাধ্যতার পরেও এক ফোঁটা অনুতাপের চোখের পানিতেই তিনি খুশি হন। তিনিই তো সর্বাধিক ক্ষমা করেন, ক্ষমা করতে ভালবাসেন।