সফলতার সিঁড়ি, বারবার খুঁজিয়া ফিরি
জীবন চলার পথে বান্দা সফলতা না পেলে তার অন্তর কানে কানে এসে বলে “বারবার আমার সাথেই কেন এমনটি হয়”। কেন চাকরি হয়না, কেন বিয়ে হয়না, কেনই রিজিক বাড়ে না। বান্দার জীবনটা তেজপাতা হয় তার নিজের দোষে। তার প্রতিটি কর্মে ব্যর্থতা আসে নিজের কর্মকাণ্ডে। আযাব, গজব, শাস্তি, এগুলো মানুষের দুই হাতের কামাই।
আসমানের রবের সাথে সম্পর্ক না থাকলে সেখান থেকে রহমতের বদলে গজব নাযিল হয়। বান্দা জীবন চলার পথে ভালমন্দ বিচারে অন্যদের সাথে পরামর্শ করে। মাশোয়ারা করে সামনের দিকে আগায়, এরপর বাঘ দেখে ফিরে চলে আসে। বান্দা কখনই ইস্তেখারা করেনা, সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ-ওয়ালাদের সাথে মাশোওয়ারা করে না। বান্দা যাদের পরামর্শে জীবন পথে সফলতা অর্জন করতে চায়, তারাই তো সফল নয়। চাকচিক্য আর আভিজাত্যের খোলসে আবৃত জীবনাদর্শ কখনই সফলতার চাবিকাঠি নয়, বরং সফলতা বারবার করে ডাকা “হাইয়া আলাল ফালাহ” তে নিহিত রয়।
লেখকঃ রাজিব হাসান

2 thoughts on “সফলতার সিঁড়ি, বারবার খুঁজিয়া ফিরি”
Alright, gotta say the nohu90app is surprisingly addictive. Downloaded it last week and already logged a few hours. Graphics are decent and payouts seem fair. Give it a shot if you’re bored! nohu90app
Okay ph365betlogin. Login was straightforward. If you’re looking for ease of access, this seems like a good way to go. Not a lot to say, it just works. Access it via ph365betlogin.