তিনি কখনও ভুলেন না

তিনি কখনও ভুলেন না

গোপনে পাপ করা, একই পাপ বারবার করা, পাপের পথেই বারবার ফিরে যাওয়া – বান্দা এসবকিছুই করে অন্তরে আল্লাহর ভয় না থাকার কারনে। আল্লাহ তো “আল-লতিফ” বা সুক্ষ্মদর্শী, তার জ্ঞানের বাইরে কিছুই নেই, গোপন ও প্রকাশ্যমান উভয়ই তার জন্য সমান।

গোপন কক্ষে জ্বিনা করা, একা থাকলে মোবাইলটা হাতে নিয়ে নীলজগতে হারিয়ে যাওয়া, মেসেঞ্জারে অশ্লীলতার আদানপ্রদান করা কেউ দেখল না ভেবে মেকী তৃপ্তির ঢেকুর তোলা। বান্দা ভুলে যায় “তিনি কখনও ঘুমান না”, বান্দা ভুলে যায় “তিনি কখনও ভুলেন না”, বান্দা ভুলে যায় তার সাথে সর্বদা কিরামান-কাতিবীন থাকে, সে ভুলে যায় মালাকুল মউত যেকোন সময়ই আসে, সে ছুটে চিলে মিথ্যা ফ্যান্টাসির নোংরা অভিলাষে।

 

 


লেখকঃ রাজিব হাসান