গাহি সাম্যের গান,
করিয়া সংযত জবান
মানুষ যেমন লুকিয়ে লুকিয়ে গীবত করে, তেমনি লোকচক্ষুর আড়ালে জ্বিনা করে, অথচ গিবত জ্বিনার চাইতেও ভয়ানক। কেননা, জ্বিনা করার পর বান্দার মনে অনুশোচনা আসতে পারে, একদিন সে তাওবাহ করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে জান্নাত বগল দাবা করে নিতে পারে। কিন্তু গীবত?
গীবতকে সে হক্ক কথা ভেবে আত্মতুষ্টিতে ভুগতে থাকে, তার না আসে অনুশোচনা, না আসে তাওবাহর চিন্তা, যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়াও হয়ে উঠেনা। বান্দার আমলের দাড়িপাল্লা গীবতের চোরাবালিতে গড়িয়ে যায়, সে আগুনের গন্তব্যে ধাবিত হয়।
আল্লাহর বুঝবান বান্দারা জিহবাকে সংযত করে, সালাত, দু’আ, ওযীফা, কুরআন তিলোওয়াত, জিকিরে ব্যস্ত রাখে। অন্যের ব্যাপারে মুখ খুলতে গিয়ে নিজের গুনাহের কথা ভেবে চুপসে যায়, ব্যথিত মনে আল্লাহর কাছে ক্ষমা চায়। অন্যের সমালোচনা করে নিজের সামান্য আমলটুকু তাকে দিয়ে দিতে চায় না।
লেখকঃ রাজিব হাসান