নেক সূরতে শয়তানের ধোঁকা

নেক সূরতে শয়তানের ধোঁকা

# ফেসবুকে ইসলামিক স্ট্যাটাস দিতে গিয়ে জামায়াতে দেরী করা;

# গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসের কাজ করতে গিয়ে সালাত মিস করা;

# নন-মাহরাম কাউকে দ্বীনি ইলম দেওয়া;

# বেগানা কোন নারীকে সালাম দেওয়া;

# সুন্দরী কোন নারীর উপর চোখ পড়ে গেলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে সুবহানাল্লাহ বলা;

# বিসমিল্লাহ বলে এমন খাবার খাওয়া যা মহান আল্লাহ হালাল করেননি;

# আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কোন কাজ করা যা তিনি করতে বলেননি;

# গরীব দুঃখীদের সহযোগিতা করে মানুষের সামনে তা বারবার তুলে ধরা;

# হারাম সম্পর্ককে নবী ইউসুফ-জুলেখার সাথে তুলনা দিয়ে হালাল মনে করা;

# একদিন তো বিয়ে করে হালাল করেই নিব বলে চুটিয়ে হারামে ডুবে যাওয়া;

এই সমস্ত শয়তানের পাতানো ফাঁদকে নেক সুরুতে শয়তানের ধোঁকা বলে। শয়তান যখন সামনাসামনি বান্দার ঈমান হরণ করতে পারে না, তখন সে ছলনার আশ্রয় নেয়। সে নিষিদ্ধ জিনিসকে হালাল রূপে বান্দার সামনে উপস্থাপন করে। বান্দা তার সকল ফাঁদ টপকিয়ে গেলেও নেক সুরুতের এই চোরাবালি সহজে টপকাতে পারেনা। তবে ঈমানে পরিপক্ক বান্দারা শয়তানের এই নোংরামী বুঝতে পেরে নিজেকে সংযত করে নেয়।