বিশুদ্ধ নিয়ত, আমলে বরকত

বিশুদ্ধ নিয়ত, আমলে বরকত

ভালবাসা নিষিদ্ধ নয়, তবে কাকে ভালবাসবেন সেটাই বড় কথা।

  • হেডফোন, টিভি, মাইক, ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করা নিষিদ্ধ নয়, তবে কোন কাজে ব্যবহার করবেন সেটাই বড় কথা।
  • রাগ করা নিষিদ্ধ নয়, তবে কাকে খুশি করতে করবেন সেটাই বড় কথা।
  • ঘুমানো নিষিদ্ধ নয়, তবে কখন ঘুমাবেন সেটাই বড় কথা।
  • হাসি দেওয়া নিষিদ্ধ নয়, তবে কেন, কাকে উদ্দেশ্য করে হাসবেন সেটাই বড় কথা।
  • জিম করা নিষিদ্ধ নয়, তবে কোন উদ্দেশ্যে করবেন সেটাই বড় কথা।
  • সাজুগুজু করা সমস্যা নয়, তবে কার জন্য করবেন সেটাই বড় কথা।
  • টাকা জমানো নিষিদ্ধ নয়, তবে কোন উদ্দেশ্যে করবেন সেটাই বড় কথা।

প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল  – এটা যেমন সত্য, দ্বীনের সঠিক বুঝ অনুযায়ী আমল করাটাও তেমন সত্য। স্ত্রী সহবাসে যেমন নেকি হাসিল হয়, আবার গায়রে স্ত্রীর সাথে এমন সম্পর্কে জড়ালে জ্বিনা-ব্যভিচার হয়। ফলাফল গুনাহর পাল্লা ভারী হয়।

কানে হেডফোন লাগানো থাকলেই কেউ ডিস্কো গান শুনছে, এরকম ভাবা ঠিক নয়। মসজিদে তো মাইক দিয়েই আযান দেওয়া হয়, ইসলামিক লেকচারগুলো তো ইউটিউব থেকে নামানো হয়।

বান্দা তো কেবল সীমালঙ্ঘন করতে গিয়ে আল্লাহর রোষানলে পতিত হয়। লোকলজ্জার ভয়ে হিস্টোরি মুছে ফেললেও, আমলনামায় ঠিকই লিপিবদ্ধ হয়। ঘোড়ার কি দোষ যদি আরোহী দুষ্ট হয়, গাড়ির কি দোষ যদি চালক আনাড়ী হয়, গরুর কি দোষ যদি রাখাল হাল বইতেই অপারগ হয়??

2 thoughts on “বিশুদ্ধ নিয়ত, আমলে বরকত

  1. Had a bit of luck on 123win94.net! Not life-changing, but enough to keep me coming back. They seem legit and it’s a fun place to unwind after work. Try it 123win94 yourself and tell me what you think!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *