মুমিনের বসন্ত

মুমিনের বসন্ত

কারো পছন্দ গরমকাল, কারো বসন্তকাল, কারো আবার শুভ্রসাদা শরৎকাল। গ্রামবাংলার কৃষকের পচ্ছন্দ হেমন্তকাল, কবিদের পচ্ছন্দ বর্ষাকাল। তবে, মানুষ যে কালই পচ্ছন্দ করুক না কেন, মুমিনের কিন্তু শীতকালই পচ্ছন্দ। মুমিনের বসন্তকাল হল শীতকাল।

শীতকালে দিন ছোট বলে বেশী বেশী নফল সিয়াম পালন করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আর রাত বড় বলে বেশী বেশী কিয়ামুল লাইল পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। শীতকালের ঠান্ডা পানির পরশ মুমিনকে কাহিল করতে পারেনা। সে জানে ওযুর সময়কার দুই মিনিটের ঠান্ডা পানির চাইতে, দুই সেকেন্ডের জাহান্নামের গরম অসহনীয় পর্যায়ের কষ্টের হবে। ছোট কষ্ট বরণ করে সে বড় কষ্ট থেকে বাঁচতে চায়। সময়ের সদ্ব্যবহার করে সে আমলের খাতা ভরে ফেলতে চায়, সে জানে, ঝড়ের সময় আম কুড়াতে না পারলে তার থলে ভরবে না।

2 thoughts on “মুমিনের বসন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *