ঈমানের দৌড়

বান্দার ঈমানের অবস্থা অনেকটা বিমানের মতো। বিমান যত উপরের দিকে উঠে, দুনিয়া তত ছোট হয়ে আসে। বান্দার ঈমান যত বাড়তে থাকে দুনিয়া ও এর মধ্যকার সবকিছু তত তুচ্ছ মনে হয়। সমুদ্রকে মনে হয় ছোট নদী, বড় বড় অট্টালিকাকে মনে হয় পীপিলিকার ঘরবসতি, আর বাকী সবকিছু যেন মেঘের আড়ালেই হারিয়ে যায়, যেমনটি বান্দার ঈমানের উচ্চতার সামনে দুনিয়ার যাবতীয় বুনিয়াদ সৌন্দর্য হারায়। বান্দা যখন ঈমানের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়, দুনিয়ার তাবত প্রলুব্ধতা তার পায়ে এসে লুটিয়ে পড়ে। বাহারী রঙের ফিতনা তখন সাদাকালো আর স্বাদহীন মনে হয়। বান্দা তার ঈমানের বিমানের গন্তব্য ভালো করেই জানে। সেখানে পৌঁছানোর আগে মাঝপথে সাময়িক অবতরণ করে, শেষ হাসি থেকে বঞ্চিত হতে চায় না। শোনা যায়, সবরের ফল মিষ্টি হয়।