যে আলো নিভানো যায় না

যে আলো নিভানো যায় না

ইসলামকে নিত্যনতুন শিরোনামের নিচে কালিমা লাগানো মানুষের পুরাতন বদ-অভ্যাস। জমিনের বুকে যারাই ইসলামের দিকে মানুষকে ডেকেছে তাদের ও তাদের আনীত দ্বীনের প্রতি তাদের বিদ্বেষই প্রকাশ পেয়েছে।

  • নূহ (আঃ) – হাজার বছর ধরে দাওয়াহ দেন, হাতেগোনা কয়েকজন সাড়া দিলেও অধিকাংশ মুখ ফিরিয়ে নেয়।
  • আর্ক বানানো দেখে শেষ পর্যন্ত তাকে কাঠমিস্ত্রী বলে ব্যঙ্গ করে।
  • পিতা ইব্রাহীম (আঃ) এর দাওয়াতের নূর নিভিয়ে দিতে অবাধ্য জাতি তাকে আগুনে নিক্ষেপ করে।
  • লুত্ব (আঃ) পায়ুকামী নিকৃষ্ট জনপদের কাছে পবিত্রতার বার্তা নিয়ে গেলে, উলটা তার পবিত্রতা নিয়ে নাপাকের দল ঠাট্টা-মশকরা শুরু করে।
  • নবী মূসা (আঃ) এর তাওহীদের মশালকে যাদু বলে নিভিয়ে দিতে চায়।
  • সর্বশেষ নবী মুহাম্মাদ (সাঃ) কে কুরাইশ ও আহলে কিতাবের পাপিষ্ঠ দল পাগল, গণক ও যাদুকর বলে তার দাওয়াতী মিশনকে থামিয়ে দিতে চায়।

সময় গড়িয়েছে, সময় পাল্টেছে অথচ ইসলাম সেদিনও যেমন দুনিয়াতে বুক ফুলিয়ে এগিয়ে গেছে, আজকেও তেমনি এগিয়ে যাচ্ছে। বাতিলরা সেদিনও ঘেউ ঘেউ করেছে, আজকেও করছে। গাড়ি সগর্বে রাস্তা ভেদ করে এগিয়ে যায়, রাস্তার পাশে কুকুরের দল ঘেউ ঘেউ করে যায়।