যারা এককালীন সঞ্চয় বা যাদের হাতে অব্যবহৃত সঞ্চিত অর্থ আছে এক কিস্তি বীমা পরিকল্প তাদের জন্য বিনিয়োগের অপূর্ব সুযোগ এনে দিয়েছে। আপনি এতে বিনিয়োগ করতে পারেন নিশ্চিত ভবিষ্যতের জন্য। কারণ এ পরিকল্পে মেয়াদ শেষে বীমা অংকের দ্বিগুন অর্থ প্রদান করে থাকে। এই বীমা পরিকল্প ৬ ১৫ বছর মেয়াদের হয়ে থাকে। বীমা অংক হবে কমপক্ষে ১০,০০০/= (দশ হাজার) টকা।
মেয়াদ পূর্তিতেঃ বীমার মেয়াদপূর্তিতে বীমা গ্রহীতাকে বীমাকৃত অংকের দ্বিগুণ অর্থ প্রদান করা হয়ে থাকে।
মৃত্যুঃ বীমা গ্রহীতার মৃত্যুতে (আল্লাহ না করুক) শরী’আহ্ ভিত্তিক তার
ওয়ারিশগণের পক্ষে মনোনীতককে বীমা অংকের দ্বিগুন অর্থ প্রদান করা হবে।
প্রিমিয়ামঃ এই বীমায় একটি মাত্র প্রিমিয়াম প্রদান করতে হয়। ঝুঁকি গ্রহণের দুই বছর পর হতে এই পরিকল্পে সমর্পণ ও বিনিয়োগ সুবিধা গ্রহণ করা যেতে পারে । প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত। এই পরিকল্পের সহযোগী বীমা DIAB/PDAB গ্রহন করা যায় না।