পরিকল্পের নাম : এক কিস্তি বীমা
ভূমিকা: যারা এককালীন সঞ্চয়ে বা যাদেও হাতে অব্যবহৃত সঞ্চিত অর্থ আছে এক কিস্তি বীমা পরিকল্প দানের
জন্য বিনিয়োগের অপূর্ব সুযোগ এনে দিয়েছে। আপনি এতে বিনিয়োগ করতে পারেন নিশ্চিত ভবিষ্যতের জন্য। কারন এ সঞ্চয়
বিনিয়োগকৃত অর্থেও কমবেশী দ্বিগুণ অর্থ প্রদান করে থাকে।
বৈশিষ্ট্য:
মেয়াদ শেষে অথবা বীমা চলাকালে গ্রহকের মৃত্যুতে বীমা অংকের কমবেশী দ্বিগুণ টাকা পরিশোধ করা হয়।
মেয়াদ : ৬,৭,৮,৯,১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ বছর
প্রবেশকালীন বয়স: ২০ বৎসর ;
সর্বনিম্ম বীমা অংকঃ এই পরিকল্পে সর্বনিম্ন বীমা অংক ১০,০০০ (দশ হাজার) টাকা।
সর্বোচ্চ বীমা অংকঃ গ্রাহকের চাহিদা অনুযায়ী।
সহযোগী বীমা : এই পরিকল্পের সাথে কোন সহযোগী বীমা প্রদান করা হয় না ।
আয়কর রেয়াত : প্রদানকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
সুবিধা :
মেয়াদ শেষে প্রতিপ্রাপ্যঃ মেয়াদ শেষে বীমা অংকের কমবেশী দ্বিগুণ টাকা পরিশোধ করা হয়।
মৃত্যু ঝুকিঁ :
বীমার মেয়াদ কালে যে কোন সময় বিমাকৃত এর মৃত্যুতে বীমা অংকের কমবেশী দ্বিগুণ পরিমান অর্থ পরিশোধ করা
হয়।