পরিকল্পের নাম : শিশু নিরাপত্তা বীমা (মুনাফা সহ)
ভূমিকা: আজকের শিশু আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। তার ভবিষ্যতকে নিরাপদ রাখাই এই পরিকল্পের মূল
লক্ষ্য। এই পরিকল্পের অধীনে যৌথভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর ঝুঁকি গ্রহণ করা হয়। প্রিমিয়ামদাতা
অবশ্যই প্রিমিয়ামদাতা হতে হবেন। যদি শিশুর পিতা জীবিত না থাকের সে ক্ষেত্রে শিশুর মাতা উপার্জনশীল হলে তিনি
প্রিমিয়ামদাতা হবেন।
বৈশিষ্ট্য:
মেয়াদ শেষে অথবা বীমা চলাকালে গ্রাহকের মৃত্যুতে বীমার টাকা পরিশোধ করা হয় ।
মেয়াদ : ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫,১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ বৎসর ।
প্রবেশকালীন বয়স: শিশুর বয়স: ৬ মাস - ১৫ বছর, পিতা/মাতার বয়স: ২০- ৫০ বছর , মেয়াদপূর্তি বয়সঃ
শিশুর বয়স : সর্বনি¤ড়ব ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর, পিতার বয়স : ৬০ বছর।
বীমা অংক : এই পরিকল্পে সর্বনিম্ন বীমা অংক ৩০,০০০/- (ত্রিশ হাজার)
সর্বোচ্চ বীমা অংক : গ্রাহকের চাহিদা অনুযায়ী।
সহযোগী বীমা : এই পরিকল্পের সাথে কোন সহযোগী বীমা প্রদান করা হয় না ।
আয়কর রেয়াত : প্রদানকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
সুবিধা :
যদি মেয়াদ পূর্তির পূর্বে প্রিমিয়াম দাতার মৃত্য হয় ,তাহলে মৃত্যুর দিন থেকে মেয়াদ পূর্তি পর্যন্ত দেয়
প্রিমিয়াম মওকুফ করা হয়। উপরন্তু শিশুকে সুবিধা দেয়া হয়- (ক) মেয়াদপূর্তি পর্যন্ত প্রতিমাসে বীমা অংকের
১%(শতকরা একভাগ) হারে যা ত্রৈমাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। (খ) মেয়াদ শেষে অর্জিত বোনাস সহ
বীমা অংকের সম পরিমান অর্থ পরিশোধ করা হয়।
শিশুর মৃত্যুতে প্রতিপ্রাপ্য ঃ যদি মেয়াদ পূর্তির পূবেই শিশু মৃত্যবরন করে। তাহলে শিডিউল অনুযায়ী বীমার
টাকা প্রদান করা হয়- শিশুর মৃত্যুকালে পলিসির মেয়দ প্রদেয় সুবিধা ৬ মাসের বেশী নয় মূল বীমা অংকের ২৫% ৬
মাসের বেশী কিন্তু ১২ মাসের বেশী নয় মূল বীমা অংকের ৫০% ১২ মাসের বেশী কিন্তু ২৪ মাসের বেশী নয় মূল বীমা
অংকের ৭৫% ২৪ মাসের বেশী মূল বীমা অংকের ১০০%
যদি প্রিমিয়ামদাতা এবং শিশু মেয়াদপূর্তি পর্যন্ত বেঁচে থাকে তবে অর্জিত বোনাসসহ মূল বীমা অংক প্রদান
করা হয়।
যদি প্রিমিয়ামদাতার মৃত্যুও পরে বীমার মেয়াদেও মধ্যে বৃত্তি চলাকালীন সময়ে শিশুর মৃত্যু ঘটে, তাহলে
বৃত্তি প্রদান বন্ধ হবে। তবে বীমার মেয়াদেও শেষে মুনাফাসহ পুরো বীমা অংক প্রদান করা হবে।
বীমা অংক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার উর্ধ্বে হলে নিয়মানুযায়ী শিশু বিশেষজ্ঞ কর্তৃক মেডিকেল সার্টিফিকেট
ও অন্যান্য পরীক্ষার্থী (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
সহযোগী বীমা ঃ এই পরিকল্পের সাথে কোন সহযোগী বীমা প্রদান করা হয় না ।
আয়কর রেয়াত ঃ প্রদানকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়