ভূমিকা: ইসলামে বিবাহ সুন্নাহ। মানব বংশ পূত পবিত্র ধারার উপর নির্ভরশীল। এর জন্য আর্থিক সামর্থ অন্যতম পূর্ব শর্ত বিবাহ মোনারা আদায় ফরজ। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদেও দেশে মোহরানা আদায়ের এ ফরজ অনাদায়ী থেকে যায়। এজন্য হতে হয় চরম অভিসম্পাতের সম্মুখীন। পার্থিব শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষে মোহরানা আদায়ের নিমিত্তে আর্থিক নিশ্চয়তা বিধানে সহযোগিতা দানের জন্য ”মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” আপনার সেবয় দিচ্ছে দেনমোহর বীমা পলিসি। এ পলিসি সঞ্চয়ের এমন একটি মাধ্যম যা বিবাহ তথা বিবাহের দেনমোহন আদায় মহ আপনার অন্য যে কোন প্রয়োজন পূরণে অর্থেও যোগান দিতে কার্যকর ভূমিকা পালন করে।
বৈশিষ্ট্য:
সুবিধা :
মৃত্যু ঝুকিঁ :