পরিকল্পের নাম: প্রত্যাশিত মেয়াদী বীমা-তিন কিস্তি (মুনাফা সহ)
ভূমিকা: প্রত্যাশিত মেয়াদি বীমা-তিন কিস্তি বীমা গ্রহীতার জরুরী আর্থিক প্রয়োজন মেটাতে সহায়তা করে।
বীমা চলাকলীন সময়ে বীমার আংশিত অর্থ পরিশোধ করা হয়। বীমা গ্রহীতার অকাল মৃত্যুতে অর্জিত বোনাসসহ বীমার পুরো
টাকা পরিশোধ করার নিশ্চয়তা রয়েছে।
বৈশিষ্ট্য:
- মেয়াদ: ১২,১৫,১৮, ২১, ২৪ বৎসর
- প্রবেশকালীন বয়স: ২০ বৎসর ; মেয়াদপূর্তি বয়সঃ ৬৩
- বীমা অংক : এই পরিকল্পে সর্বনিম্ন বীমা অংক ৩০,০০০/- (ত্রিশ হাজার)
- সর্বোচ্চ বীমা অংক : গ্রাহকের চাহিদা অনুযায়ী।
- সহযোগী বীমা : এই পরিকল্পের সাথে কোন সহযোগী বীমা প্রদান করা হয় ।
- আয়কর রেয়াত : প্রদানকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
সুবিধা :
- ১/৩ অংশ মেয়াদ শেষে বীমা অংকের ২৫% প্রদান করা হয়।
- ২/৩ অংশ মেয়াদ শেষে বীমা অংকের ২৫% প্রদান করা হয়।
- মেয়াদ শেষে অর্জিত মুনাফা সহ অবশিষ্ট বীমা অংক প্রদান করা হয়।
মৃত্যু ঝুকিঁ :
- বীমার মেয়াদ কালে যে কোন সময় বীমা বৃত্তের মৃত্যুতে বীমা অংকের সম পরিমান অর্থ পরিশোধ করা হয়। এমকি
প্রত্যাশিত সুবিধার ১/২ কিস্তি পরিশোধের পরও বীমা গ্রাহকের মৃত্যু হলে মূল বীমা অংকের সম পরিমান অর্থ
প্রদান করা হয়।