পরিকল্পের নাম : মেয়াদী বীমা (মুনাফা সহ)
ভূমিকা: এই পরিকল্পে কিস্তি হিসেবে বীমার টাকা পরিশোধ করা হয়। ফলে পক্ষে অনেক অনাকাংখিত অর্থনৈতিক
সমস্যার তাৎক্ষণিক মোকাবেলা করা সহজতর হয়ে ওঠে। তাছাড়া মেয়াদেও মধ্যে বীমাকৃত এর অকাল মৃত্যু হলে বীমার
সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়।
বৈশিষ্ট্য:
- মেয়াদ: ১০, ১৫, ২০ বৎসর
- প্রবেশকালীন বয়স: ২০ বৎসর ; মেয়াদপূর্তি বয়স: ৬২।
- বীমা অংক : এই পরিকল্পে সর্বনিম্ন বীমা অংক ৩০,০০০/- (ত্রিশ হাজার) ।
- সর্বোচ্চ বীমা অংক : গ্রাহকের চাহিদা অনুযায়ী।
- সহযোগী বীমা : এই পরিকল্পের সাথে কোন সহযোগী বীমা প্রদান করা হয় ।
- আয়কর রেয়াত : প্রদানকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
সুবিধা :
- প্রত্যাশিত সুবিধা : ১০ বছর মেয়াদী পলিসির জন্য
(ক) ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম বছর পর বীমা অংকের ২০% হারে পরিশোধ করা হয়।
(খ) মেয়াদ শেষে অবশিষ্ট বীমা অংক লাভসহ পরিশোধ করা হয়।
- প্রত্যাশিত সুবিধা :১৫ বছর মেয়াদী পলিসির জন্য
(ক) ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম, ১০ম ও ১২তম বছর পর বীমা অংকের ১৫% হারে পরিশোধ করা হয়।
(খ) মেয়াদ শেষে অবশিষ্ট বীমা অংক লাভসহ পরিশোধ করা হয়।
- প্রত্যাশিত সুবিধা :২০ বছর মেয়াদী পলিসির জন্য
(ক) ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম, ১০ম, ১২তম, ১৪তম, ১৬তম ও ১৮তম বছর পর বীমা অংকের ১০% হারে পরিশোধ করা হয়।
(খ) মেয়াদ শেষে অবশিষ্ট বীমা অংক লাভসহ পরিশোধ করা হয়।
- আয়কর রেয়াত : প্রদানকৃত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় ।
মৃত্যু ঝুকিঁ :
(ক) বীমা চলাকালে বীমা গ্রাহকের অকাল মৃত্যুতে লাভ সহ সম্পূর্ন বীমা অংক প্রদান করা হয়।